হাসিবুল হাসান ইমু
সাভারে ইফতার বিতরণ করেন আওয়ামী লীগ নেতা। ঢাকার সাভার পৌর এলাকার পাবলিক লাইব্রেরিতে প্রায় ৪শত রোজাদারকে ইফতার বিতরণ করে আশরাফ উদ্দিন চৌধুরী মাসুদ। বুধবার সাভার পাবলিক লাইব্রেরিতে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন চৌধুরী মাসুদ রোজাদারকে ইফতার বিতরণ করে। তিনি জানান করোনা ভাইরাস এর প্রার্দুভাব শুরু হওয়ার পর হতেই প্রতিদিন তার নিজ তহবিল থেকে চাল,ডাল,তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। প্রতিদিনই তিনি অসহায়দের মাঝে এই খাদ্য কন্ট্রোল রুমের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন। সমাজে যারা মধ্যবিত্ত তারা এই কন্ট্রোল রুমে ফোন করলেই তিনি তাদের বাসায় পৌঁছে দেন। সমাজে যারা বিত্তবান রয়েছে তাদের প্রতি মাসুদ চৌধুরী বলেন আপনারা অসহায় ও কর্মহীনদেন পাশে দাড়ানোর আহবান জানান তিনি।