আলমগীর হোসেন,বাগমারা প্রতিনিধি:
করোনা সংকট মোকাবেলায় রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নে যুবলীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধা বঞ্চিত গরীব, দুস্থ, অসহায় ও ভ্যান চালকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়নের রানী রিভার ভিউ হাইস্কুল মাঠে উপজেলা যুবলীগের উদ্যোগে ইউনিয়ন যুবলীগের সহযোগিতায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের কারনে বাজারঘাট বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়েছে নিম্ন আয়ের এই সকল মানুষ। ওই সকল মানুষের মাঝে করোনা সংকট মোকাবেলায় বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এর নির্দেশনায় শতাধিক ব্যক্তির মাঝে চাল, লাচ্চা, সেমাই, চিনি, তেল সহ নগদ অর্থ বিতরণ করা হয়। করোনার কারনে ওই সকল মানুষের যেন পবিত্র মাহে রমজানের ঈদ আনন্দ ম্লান হয়ে না যায় সে জন্য উপজেলা যুবলীগের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রানা, ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, ওয়ার্ড আ’লীগের সভাপতি ইদ্রিস আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুর রহমান, যুবলীগ নেতা নাহিদ হাসান, শাহীন রেজা, মোজাফফর হোসেন প্রমুখ।