আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

নাগরপুরে করোনা ঝুঁকিতেও জমজমাট ঈদ বাজার

 

নিজস্ব প্রতিবেদক:

প্রতিনিয়ত বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী বাড়ছে, এর মধ্যেই স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দূরত্ব মেনে চলে দোকানপাঠ সীমিত আকারে খোলার নির্দেশনা রয়েছে। কিন্তু নাগরপুর সদর এলাকার চিত্র ভিন্ন।

নাগরপুর উপজেলার ঈদ সময়ের একমাত্র ব্যস্ততম শপিং বাজার হচ্ছে সরকারি কলেজ সংলগ্ন মার্কেট। করোনাভাইরাস উপেক্ষা করে চলছে হরদম বেচাকেনা কোথাও নেই লেশ মাত্র সচেতনতা! প্রায় কেউই মানছে না স্বাস্থ্য বিধি কিংবা সামাজিক দূরত্ব।

সরেজমিনে গিয়ে দেখা যায় , শপিং কমপ্লেক্স মার্কেট গুলোতে গিয়ে দেখা যায় অধিকাংশ দোকানে নেই নিরাপদ স্যানিটাইজ ব্যবস্থা। জীবাণুনাশক স্প্রে করে দোকানে প্রবেশ এর প্রবণতাও তেমন চোখে পড়েনি। আবার একাংশ জনগণকে মাস্ক পর্যন্ত ব্যবহার করতে দেখা যায়নি। এতে ব্যাপক ঝুঁকির মধ্যে চলছে নাগরপুরে ঈদ বাজার কেনাকাটা। এরই মধ্যে গতকাল গাজীপুর থেকে করোনা রোগী পলায়ন করে নাগরপুরে আসায় এক ধরনের আতংক বিরাজ করছে। অন্যদিকে সচেতনতা না মেনেই ঘরের বাহিরে যাচ্ছে অধিকাংশ লোকজন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ