আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

লক্ষ্মীপুর ২ রায়পুর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ ত্রাণ বিতরন

 

মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধি:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন লক্ষ্মীপুর ২ রায়পুর আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।

এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (১২ মে) তার সংসদীয় আসনের দু’টি ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে ৪০০ প্যাকেট চাল, ডাল, আলু, তেল ও পেঁয়াজসহ ১ কেজি করে খাবার বিতরণ করা হয়।

সংসদ সদস্যের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ