আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

বই উৎসবের উদ্বোধন করলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার 

মোরেলগঞ্জ প্রতিনিধি, মোঃ এখলাস শেখ:
বাগেরহাটের মোরেলগঞ্জে ইংরেজি নতুন বছর ২০২৪ সালের প্রথম দিন সোমবার  (১ জানুয়ারি) সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ শুরু হয়েছে। এ বছরে এই উপজেলায় এক লাখের অধিক শিক্ষার্থীরা  বই পাবে।  
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, মাধ্যমিক স্তরের ৬৪ টি বিদ্যালয় ও ৬৩টি মাদ্রাসার প্রায় ৫০ হাজারের অধিক শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হচ্ছে। প্রথমদিনে ৬০ – ৭০ শতাংশ শিক্ষার্থী বই পেয়ে যাবেন। আগামী তিন-চার দিনের মধ্যে শতভাগ শতভাগ শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে।

উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, ৩০৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ৩৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ চলছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ব্যাস্ততার ফাঁকে মোরেলগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান কে বিভিন্ন শিক্ষা প্রতিস্টানের বই উৎসবে অংশ নিতে দেখা যায়।
সোমবার (১ জানুয়ারী)   সকালে এসিলাহা পাইলট  হাইস্কুল মাঠে  মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বই বিতরন করতে দেখা যায় তাকে। এ সময় মোরেলগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) রুহুল কুদ্দুস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক সহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ