আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

করোনা থেকে মুক্ত রয়েছে রোহিঙ্গা ক্যাম্প 

 

মোঃ সেনাম উল তাহমিদ

করোনা ভয়ে পুরো বিশ্ব ভীত । পৃথিবীর যখন প্রায় সব অঞ্চলই আক্রান্ত তখন দেশের সবছেয়ে ঘন বসতি পুর্ণ এলাকা রোহিঙ্গা ক্যাম্পে একজন ও আক্রান্ত হয়নি । যেখানে বাংলাদেশের আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ হাজার সেখানে রোহিঙ্গা ক্যাম্পে একজন ও আক্রান্ত হয়নি । কারণ টা হল তাদের অঞ্চলে বিদেশ ফেরত কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি তেমন একজন কে । আগে যেখানে প্রায় ২০ হাজার লোকজন বিভিন্ন সহয়তার জন্য প্রায় আসত রোহিঙ্গা ক্যাম্পে এখন সেখানে আসা যাওয়ায় আছে কঠিন বিধি নিষেধ । মসজিদ গুলোতে কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে । জরুরি প্রয়োজন ছাড়া সহয়তা প্রদান নিষেধ এবং ক্যাম্পে চলাচল করা গাড়ি গুলোতে দেওয়া হয়েছে বিশেষ নিষেধ । মার্চ মাসের প্রথম থেকে সব বিধি নিষেধ কার্যকর হওয়ায় আজও রোহিঙ্গা ক্যাম্প করোনা মুক্ত । আমাদের দেশে প্রথম থেকেই যদি এই ভাবে সকল বিধি নিষেধ কঠোর ভাবে মেনে চলা হত , তবে হয়ত আজ আমদের দেশও করোনা মুক্ত থাকত ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ