আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

কোরোনা ভাইরাস মোকাবেলায় তিন বিষয়ে সাহায্য করবে ইউরোপিয়ন ইউনিয়ন

 

আন্তর্জাতিক ডেস্ক:

কোরোনা ভাইরাসের এই অবস্থায় বাংলাদেশের পোশাক শিল্প বন্ধ থাকায় ইউরোপে কোনো প্রকার পোশাক সরবরাহ করা হচ্ছে না| ফলে দুই দেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে|
ইউরোপিয়ান ডে উপলক্ষে ঢাকায় নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্রদূত “রেন্সেজ তিরিন্ক” এক ভিডিও বার্তায় জানায়, আমরা তিনটি বিষয়ে বাংলাদেশকে এই অবস্থা মোকাবেলা করার জন্য জোর দিচ্ছি-
১: মানবিক সহয়তা এবং স্বাস্থ্য খাতে সমস্যা নিরাসন;
২: স্বাস্থ্য সেনিটাইজেশন এবং নিরাপদ পানি সুবিধা;
৩: মহামারির গবেষণাগারকে শক্তিশালী করার জোর দিচ্ছি|
তিনি আরো জানায়-
” আমি গত তিন বছর ধরে বাংলাদেশে দায়িত্ব পালন করছি, এটা আমার জন্য আনন্দের এবং আমরা বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করছি|”
তিনি শেষ বার্তায় বলেন এই মহামারির অবস্থায় বাংলাদেশের পাশে থাকবেন ইউরোপিয়ান ইউনিয়ন|

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ