রাজশাহী বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে করোনাকালীন লকডাউন পরিস্থিতিতে গরীব, দুস্থ, অসহায়দের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০ টায় ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে যমুনা ব্যাংক ভবানীগঞ্জ শাখার সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাজ
কর্ম না থাকায় চরম খাদ্য সংকটের মধ্যে পড়ে নি¤œ আয়ের এই সকল মানুষ।
করোনা কালীন সময়ে ওই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উদ্যোগ নেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন। সেই উদ্যোগে বাগমারার ৯শত গরীব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ১০ কেজি চাল,
৩ কেজি আলূ এবং ২ কেজি ডাউল বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংকের আঞ্চলিক প্রধান মনজুরুল আহসান শাহ্,ভবানীগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল জব্বার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল,কাউন্সিলর হাচেন আলী, প্রভাষক জিল্লুর রহমান,যমুনা ব্যাংক ভবানীগঞ্জ শাখার কর্মকর্তা কে.এম মাহাবুবুর রহমান, গোলাম মোস্তফা প্রমুখ।
জানাগেছে, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে বাগমারার চারটি স্থানে একযোগে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। স্থানগুলোর মধ্যে ভবানীগঞ্জ, তাহেরপুর, কাচারী কোয়ালীপাড়া, এবং বড়বিহানালী।