ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ
দীর্ঘমেয়াদী মহামারী করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে জনগণের পাশে থেকে আন্তরিকতার সাথে সেবা দেয়ার স্বীকৃতি স্বরূপ হিসেবে ডাঃ সাজেদা বেগম পলিনকে ‘করোনা জেনারেল’ উপাধি দেয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
তিনি অভিনন্দন বার্তায় বলেন,
কাজের স্বীকৃতি পেলে মনোবল আরো বাড়ে। আমি যতটুকু জানি, চাঁদপুর সদর ইউএইচএফপিও ডাঃ সাজেদা বেগম পলিন খুব নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করছেন। জাতির এই ক্রান্তিকালে পলিনদের মতো যাঁরা আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করছেন তাঁরা ইতিহাসের অংশ হিসেবে থাকবেন।
আমি ডাঃ সাজেদা বেগম পলিনসহ আরো যাঁরা স্বীকৃতি পেয়েছেন এবং অন্য যাঁরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন তাঁদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা।