আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

দ্রব্যমূল্যের দাম স্থীর রাখতে তৎপর মানিকগঞ্জ জেলা প্রশাসক

 

আমিনুর রহমান:

করোনা প্রাদুর্ভাব থেকে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চত করতে সরকারি আদেশ অনুসারে চলমান নানা সচেতনতামূলক কার্যক্রম ও আইনের প্রয়োগের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে গত ৭ ও ৮ মে তারিখ চলমান লকডাউনে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, রমজানে দ্রব্যমূল্য ও বাজার স্থিতিশীলতা মনিটরিং এ পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন মানিকগঞ্জ জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম ফেরদৌস। এ বিষয়ে জেলা প্রশাসকের ফেসবুক পেজের টাইমলাইন থেকে বিষয়টি জানা যায়।

গত ০৭ মে মানিকগঞ্জ এর রফিক স্মরণীতে পরিচালিত অভিযানে বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা পাওয়া যায়। সে সময় নিত্যপণ্যের দোকান বা জরুরি পরিষেবা অন্তর্ভুক্ত নয় এরকম দোকান ( কাপড়ের দোকান, কম্পিউটার ও ইলেক্ট্রনিক এর দোকান) খোলা পাওয়া যায়। এ সময় জেলা ম্যাজিস্ট্রেট খোলা দোকান বন্ধ রাখতে অনুরোধ করেন। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দন্ডবিধি,১৮৬০ এর ধারা ২৬৯ মোতাবেক মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন দোকানে মোট ১৩০০০/- টাকা জরিমানা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মনজুর হোসেন।
গত ০৮ মে মানিকগঞ্জ জেলায় সরকারি আদেশ অনুসারে আন্তঃজেলা ও আন্তঃ উপজেলা চলাচল বন্ধ করতে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও গোলড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সে সময় জরুরি দরকার ছাড়া আইন অমান্য করে চলাচলকারীদের সচেতনতামূলক আলোচনায় ফিরতি পথে পাঠিয়ে দেয়া হয়। এ সময় আইন আমান্যকারী কিছু মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রো চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ দেদারুল ইসলাম মোবাইল কোর্ট এর মাধ্যমে দন্ডবিধি,১৮৬০ এর ধারা ২৬৯ মোতাবেক মোট ৩৪,৫০০/- টাকা জরিমানা করেন।

উক্ত দুই দিনেই পরিচালিত অভিযানে জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জরুরি দরকার ছাড়া বাইরে না বের হওয়া এবং রমজানে দ্রব্যমূল্য যেনো স্থিতিশীল থাকে সেই বিষয়ে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে পূনঃ পূনঃ অনুরোধ করেন অন্যথায় আইনের কঠোর প্রয়োগের বিষয়ে সকলকে সতর্ক করে দেন। জেলা প্রশাসনের সকল অভিযানে জেলা পুলিশ যথাযথ সহায়তা প্রদান করে যাচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ