আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

সাভারে সড়ক দূর্ঘটনায় কাভার্ড ভ্যান চালক নিহত

সাভার প্রতিনিধি :

সাভারে ঢাকা- আরিচা মহাসড়ক দূর্ঘটনায় সোহেল রানা (৪৫) নামে এক কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান।

তিনি বলেন, ভোর ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা স্ট্যান্ড এলাকায় মহাসড়কের মেইন লেনে দাড়িয়ে থাকা একটি ট্রাক কে দ্রুতগতির কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এসময় কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যায়। আহত হন আরও দুইজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সোহেল রানা নোয়াখালীর বেগমগঞ্জ থানার মীরওয়ারীশপুর গ্রামের আবুল কালাম ভুঁইয়ার ছেলে। দূর্ঘটনার শিকার দুটি যানবাহনই মহাসড়ক থেকে সরিয়ে আনা হয়েছে এছাড়া মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ