সৈয়দ সিরাজ
সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার পেয়ে খুশি বিক্রেতারা।
নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকা ১৪ এর অন্তর্ভুক্ত ৯,১০,১১ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি এর উদ্যােগে এলাকার অলিগলি বাজার বন্ধ করে দারুসসালাম প্রাথমিক বিদ্যালয় মাঠে নিজ উদ্যােগে কাচা বাজার বাসানোর ব্যবস্থা করে দেয় তিনি। খুশি এলাকার মানুষ। ভাড়া বিহীন বাজার বসাতে খুশি বিক্রেতারা।