হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সদের মাঝে দ্বিতীয়বারের মতো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মাস্ক, গ্লাভস, সার্জিক্যাল ক্যাপ, পিপিই বা আইসোলেশন গাউন ইত্যাদি বিতরণ করা হয়।
আজ ৯ মে শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান জেলা পুলিশ সুপারের কার্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সদস্য এবং সিভিল স্টাফদের মাঝে দ্বিতীয়বারের মতো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মাস্ক, গ্লাভস, সার্জিক্যাল ক্যাপ, পিপিই বা আইসোলেশন গাউন ইত্যাদি বিতরণ করা হয়।
এছাড়া করোনা ভাইরাস থেকে পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইন্স সহ প্রত্যেকটি থানায় জীবাণুনাশক টানেল বসানো হয়েছে।