আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

সাভারে খাদ্য বিতরণে উত্তরণ ফাউন্ডেশন

 

নিজস্ব প্রতিবেদক  

করোনা ভাইরাসের থাবায় সারা পৃথিবীর মানুষ হয়েছে গৃহবন্দী। মরনব্যাধী এই ভাইরাসে সারা পৃথিবীর মানুষ আজ কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। আর তাই এই অসহায় মানুষের পাশে দাড়িয়েছে উত্তরণ ফাউন্ডেশন ।

এরই ধারাবাহিতায় শনিবার (৯ মে) দুপুরে সাভার বাড্ডা উচ্চ বিদ্যালয় মাঠে উত্তরণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডিআইজি হাবিবুর এর উদ্যােগে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ত্রাণ মন্ত্রণালয় বাংলাদেশের কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এছাড়া বিভিন্ন মানবিক পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক নেতানেতৃ করোনা মোকাবেলায় অংশ নিয়েছে। করোনা মোকাবেলার অংশ হিসেবে তাই অসহায় মানুষের পাশে দাড়িয়েছে উত্তরণ ফাউন্ডেশন।

উত্তরণ ফাউন্ডেশন এর পরিচালক রমজান আহম্মেদ এসময় প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে প্রায় ৭ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, করোনা মোকাবেলায় বিভিন্নভাবে উত্তরণ ফাউন্ডেশন কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এর প্রতিষ্ঠাতা ডিআইজি হাবিবুর রহমান স্যার সাভারের ৫০০ পরিবারের জন্য খাদ্যদ্রব্য পাঠিয়েছেন। আমরা তা আজ সামাজিক দুরুত্ব বজায় রেখে ৫০০ পরিবারের মাঝেই বিতরণ করলাম।

এসময় উপস্থিত ছিলেন, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক এএফএম সায়েদ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল বাশারসহ আরও অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ