নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জ জেলার আব্দুস সামাদ মিয়া হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেন মোজাম (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-৪।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে মানিকগঞ্জ সদর থানার ফাঁড়িরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোজাম মানিকগঞ্জ সদর থানার ফাড়িরচর এলাকার লতিফ সরদারের ছেলে।
র্যাব – ৪ জানায়, মানিকগঞ্জ সদর থানার আব্দুস সামাদ মিয়া (৫২) হত্যার বিষয়টি বিভিন্ন মিডিয়ায় প্রচার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে মৃতের ছেলে বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় চলতি বছরের ২৫ এপ্রিল ঘটনার পর থেকে এই আসামি কিছুদিন আত্মগোপন করে। পরে র্যাব দায়িত্ব নিয়ে বেশ কয়েক দিন চেষ্টা চালিয়ে ওই এলাকা থেকে মোজামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৪ নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাম নিজেকে আব্দুস সামাদ মিয়া হত্যা মামলার প্রধান আসামী বলে স্বীকার করে।