শহিদুল্লাহ সরকার, সাভার প্রতিনিধি:
২৫ ডিসেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় সাভার উপজেলার ধরেন্ডায় যিশু খৃস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড়দিনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান- এমপি, বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। ধরেন্ডায় খৃস্টানদের বড়দিন এর আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহন করেন সাভার উপজেলার সকল খৃস্টান ধর্মাবলম্বি সহ মুসলিম, হিন্দু সহ বিভিন্ন ধর্মের প্রায় দুই হাজার মানুষ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের ধর্ম নিরোপেক্ষতার কথা উল্লেখ করে বড়দিনের অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার মানুষকে অভিনন্দন জানান। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সম অধিকার বজায় রাখার অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি আরো বলেন আমাদের সরকার খৃস্টান ধর্মাবলম্বিদের সাথে বিগত দিনে ছিলো এবং আগামি দিনেও থাকবে। আমাদের এই ধর্ম নিরোপেক্ষতা অটুট থাকবে। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন- সরকারের সকল মানুষের প্রতি নিরোপেক্ষ আচরণের জলন্ত উদাহরণ হচ্ছে আজকের এই বড়দিনের খৃস্টানদের ধর্মীয় অনুষ্ঠান। সভাপতি তার বক্তব্য দিতে গিয়ে বলেন – ধর্ম যার যার রাস্ট্র সবার। আমাদের সরকার সন্ত্রাস, মাদক, মানুষের সম অধিকার নিশ্চিতে বদ্ধ পরিকর। বিশেষ করে আমার ইউনিয়নে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সকল জনগণকে এই অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভির্যকতায় সম্পন্ন করার জন্য প্রাণ ঢালা অভিনন্দন জানাই।
বড়দিন উপলক্ষে
প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, প্রশাসনের বক্তব্য শুনে অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যেই উৎফুল্লতার সৃস্টি হয়।
আলোচনা অনুষ্ঠানের পর খৃস্টান ধর্মের রীতি নীতি অনুযায়ি বিভিন্ন অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এর পর সাংস্কুতি, নৃত্য, গান, কবিতা আবৃত্তি সহ অনেক আয়োজন এর মধ্যদিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।