আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

পিরোজপুরে করোনা প্রতিরোধে পুলিশ সদস্যদের মাঝে ফল বিতরন

 

মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি:

পিরোজপুর পুলিশ লাইন্সে জেলার সকল ইউনিট ও মিনিষ্ট্রয়াল স্টাফসহ ১২২৪ জন সদস্যদের মাঝে মৌসুমী ফল বিতরন করা হয়। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় পুলিশ সদস্যদের ভূমিকা অন্যতম। তাই এসময়ে তাদের সুস্থ স্বাস্থ্যবিধি ও শক্তিশালী মনোবল থাকা অতন্ত্য জরুরী।

পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জেলার সকল পুলিশ সদস্যদের মাঝে খেজুর, মাল্টা, লিচু, আপেল, নাসপাতি, পেয়ারা ও ভিটামিন সি সমৃদ্ধ কাগজি লেবু বিতরন করেন।

বিতরন কালে জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান সকল স্টাফদের পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ ও করোনা সম্পর্কিত স্বাস্থবিধি মেনে সাহসিকতার সাথে করোনা পরিস্থিতি মোকাবেলার আহব্বান জানান। পুলিশ সদস্যগণ এজাতীয় আয়োজনের জন্য পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশ সুপারের নেতৃত্বে জাতির এ দুঃসময়ে যে কোন দ্বায়িত্ব পালনে তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) আহম্মেদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) এবং জেলার সকল ইউনিট ও ফোর্স।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ