আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে বিভিন্ন এলাকায় বেনজীর আহমদ এমপি’র পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

 

নিজস্ব প্রতিবেদক: 

মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন ঘরবন্দী অসহায় পরিবারের মাঝে ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রা’র সভাপতি আলহাজ্ব বেনজীর আহমদ এর পক্ষে ঢাকা জেলার ধামরাই উপজেলাস্হ ধামরাইয়ের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর নিজস্ব অর্থায়নে বাথুলি,বেলিশ্বর,বালিথা,নওগা,বারবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় ৩০০পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
বৃহষ্পতিবার (৭ই মে) ধামরাই উপজেলার বাথুলি, বেলিশ্বর, বালিথা, নওগাঁ, বারবারিয়া এলাকাবাসীর জন্য ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর পক্ষ থেকে ৩০০ অসহায় কর্মহীন পরিবারের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ওধামরাই আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিল্লাল হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এম পি বলেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানণীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা মানণীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। সেই সাথে আপনাদের সরকারি ত্রাণ বিতরণ এর পাশাপাশি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান সহ অনেকে সহযোগিতা করে যাচ্ছে। আমি ইতিপূর্বে আপনাদের জন্য উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ জন্য প্রতিনিধিদের মাধ্যমে পাঠিয়েছি । আজও পাঠিয়েছি। আপনারা কেউ চিন্তা করিবেন না। আমরা সব সময় আপনাদের পাশে আছি। সবাই সরকারি নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়ার অভ্যাস করুন, ঘরে থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন অপরকে নিরাপদ রাখুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ