আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

কর্মহীন মানুষের পাশে মানবিক সহযোগিতায় কমলাপুর যুব সমিতি

 

ইগ্নেসিউস পার্থ ডি কস্তা

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরেছে নিম্ম আয়ের জনগোষ্ঠী। সাভার থানার
বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ও ধরেন্ডা ধর্মপল্লীর আওতাধীন কমলাপুর গ্রামের অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে কমলাপুর গ্রামের স্থানীয় সংগঠন কমলাপুর যুব সমিতি। এই পর্যন্ত তারা কর্মহীন হয়ে পরা মোট পঞ্চাশটি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরনের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করেছে।

খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, কমলাপুর যুব সমিতির সম্মানিত প্রেসিডেন্ট ক্লিনটন ডি রোজারিও। এছাড়াও উপস্থিত ছিলেন ধরেন্ডা ক্রেডিটের ডিরেক্টর মিঃ লিন্টাস রক রোজারিও, ধরেন্ডা মিশন পালকীয় পরিষদের সদস্য মিঃ এডুয়ার্ড গমেজ, মিঃ সুকুমার গমেজ, মিসেস প্রণতী পালমা, কমলাপুর যুব সমিতির প্রাক্তন সভাপতি মিঃ লিমেন্ট রেগো, মিঃ পাভেল জুড রোজারিও সহ কমলাপুর যুব সমিতির সদস্যবৃন্দ।

কমলাপুর যুব সমিতির সম্মানিত প্রেসিডেন্ট ক্লিনটন ডি রোজারিও দৈনিক আগামীর সংবাদকে জানান, দেশের এই মহামারী দুর্যোগে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সহায়তা করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি আরো জানান বিগত সময়েও তারা এই সহায়তা প্রদান কার্যক্রম করে আসছে এবং ভবিষ্যতে ও অব্যাহত রাখবে। তারা এই কার্যক্রমটির নাম করণ করেছে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারি পরিস্থিতিতে বিশেষ মানবিক সহযোগিতা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ