শান্ত মালো,নিটার প্রতিনিধি:
মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় সাভারের পাথালিয়া ইউনিয়নের পর পর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান জনাব পারভেজ দেওয়ান নয়ারহাট স্কুল মাঠে অস্থায়ী কাঁচা বাজার পরিদর্শন করতে আসেন। তিনি এসময় ব্যবসায়ীদের কে করোনা থেকে কিভাবে সতর্ক থাকা যায় এবং গ্রাহকদের কিভাবে সতর্ক করা যায় এসব নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন। পারভেজ চেয়ারম্যানের নেতৃত্বেই বাজার টা মাঠে আনা হয়। রোজার মধ্যে ব্যবসায়ীরা উচ্চ মূল্যে যেন কোনো প্রকার দ্রব্যসামগ্রী বিক্রি করতে না পারে সে ব্যাপারেও ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন।তিনি ব্যবসায়ীদের অসুবিধা অতি শীঘ্রহে সমাধান করার আহবান করেন। তিনি ব্যবসায়ীদের কাছে অনুরোধ করেন করোনার প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই যেন তারা এই মাঠেই বাজার যেন আপাতত চালিয়া যায়। বাজারে সিকিউরিটি আরও জোরদার করার আশ্বাস দেন তিনি।