আজ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৩ ইং

সাভারে আরও ৮জন করোনায় আক্রান্ত

 

নিজস্ব প্রতিবেদক

সাভারে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ জন পোশাক শ্রমিক। এ নিয়ে সাভারে পোশাক শ্রমিক আক্রান্ত হলো ২০ জন। আর সাভারে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা।

তিনি জানান, গতকাল ৪ মে সোমবার ৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। আজ তাদের ফলাফল আসলে এদের মধ্যে ৮ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিত পাওয়া যায়। আক্রান্ত ৮ জনেই পোশাক শ্রমিক। এদের মধ্যে সাভারে ২ জন ও আশুলিয়ার ৬ জন পোশাক শ্রমিক আক্রান্ত হয়েছেন। আক্রান্ত শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, খোলা রাখা পোশাক কারখানার গুলোকে সমস্ত স্বাস্থ্যবিধ মেনে উৎপাদন কার্যক্রম চালানোর জন্য অনুরোধ করা হচ্ছে। সেই সাথে করোনা রোধক ব্যবস্থা নিশ্চিত করতে কারখানা গুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ