আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

জাতীয় শোক দিবস উপলক্ষে মোরেলগঞ্জে  বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

মোরেলগঞ্জ  প্রতিনিধিঃ মোঃ এখলাস শেখ:
বাগেরহাটের শরনখোলায় জাতীয় শোক দিবস উপলক্ষে কোডেকর প্রসপারিটি প্রকল্পের আওতায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান ও বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন  করা হয়েছে।
১৫ আগস্ট মঙ্গলবার সকালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোডেক প্রসপারিটি প্রকল্পের এরিয়া ম্যানেজার মাজারুল ইসলাম এর পরিচালনায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় ও সদস্যদের কে বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য ফলজ গাছের চারা রোপন করা ও বিতারন করা হয়েছে।
খাউলিয়া ইউনিয়নের সন্নাস্যী সামাজিক উন্নয়ন কেন্দ্রে গাছের চারা রোপন করা হয় যাতে কিশোর, কিশোরীরা বৃক্ষেরোপণে আরো উদ্বুদ্ধ হয়।
এছাড়াও শরনখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ইমরান হোসেন রাজিব এর উপস্থিতিতে  ১৯৫ জন রোগীদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয় এবং ১০ জন অসহায় রোগীদের ছানি অপারেশনের ব্যাবস্থা করা হয়। এবং বিভিন্ন জাতের চারা রোপন করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ