আজ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৪ ইং

পেকুয়ায় বন্যায় বসবাসের অনুপযোগী বাড়ী ঘর,চরম দূর্ভোগ

দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারে বন্যার পানি যতই কমছে ততোই দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। দূর্গত এলাকায় মানুষ বাড়িঘরে ফিরলেও বসবাসের অনুপযোগী হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে বানভাসি মানুষ।
চারিদিকে চলছে ত্রাণের জন্য হাহাকার।
বন্যার্ত মানুষের কাছে ত্রাণ নিয়ে ছুটছেন প্রশাসন। তবে প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন ক্ষতিগ্রস্থরা।

এদিকে বন্যায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক এলাকায় এখনো পৌঁছাতে পারছেনা সরকারি বেসরকারি ত্রাণবাহী গাড়ী। এখনো বিদুৎবিহীন রয়েছে বন্যা পীড়িত অনেক গ্রাম।

এসব এলাকায় নৌকায় করে ত্রাণ পৌঁছে দিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় উপজেলা প্রশাসন।

এদিকে জেলার চকরিয়া-পেকুয়ায় বন্যা দূর্গত এলাকা ঘুরে দেখা যায় বন্যার পানি নেমে গেলেও বাড়ি ঘর কর্দমাক্ত হওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা জানান, উপজেলা প্রশাসন রাতে ১২ শত বস্তা শুকনো খাবার ও রান্না করার সামগ্রী বিতরণ করেছেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে বলে জানান তিনি।

অপরদিকে বন্যার পানি কমলেও বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানি বাহিত বিভিন্ন রোগ। সরকারি হাসপাতালে পানি বাহিত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান মেডিকেল অফিসার ডাক্তার মোজাম্মেল হোছেন চৌধুরী। ।

তবে দূর্গত এলাকায় ত্রাণের জন্য হাহাকার চললেও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ