পার্থ ইগ্নেসিউস ডি কস্তা:
সেবাই পরম ধর্ম। বিশ্বের এই মহামারী সময়ে দেশের মানুষের সেবায় প্রশাসনের সাথে একত্রিত হয়ে কাজ করে চলছেন ধর্ম যাজকেরা। রবিবার সাভার সেনানিবাসে করোনায় মৃত ব্যক্তির সমাধি দান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির সমাধি সম্পন্ন করার সরকার ও ধর্মীয় অনুশাসন সমন্বয় প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত কর্মশালায় সকল ধর্মের ইমাম, পুরোহিত বৃন্দ উপস্থিত ছিলেন। সাভারের ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার আলবাট টমাস রোজারিও কর্মশালা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সকলকে এই কোভিড-১৯ ঠেকাতে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান।