নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় প্রতিবন্ধীদের খাদ্যসামগ্রী উপহার দিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ।
সোমবার দুপুর সারে তিনটায় শিমুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামনে এ খাদ্যসামগ্রী প্রতিবন্ধীদের মাঝে উপহার হিসেবে প্রদান করা হয়।
এসময় শিমুলিয়া ইউনিয়ন এলাকার প্রায় অর্ধশতাধিক প্রতিবন্ধীর মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।
এছাড়া বিকেলে কবিরপুর এলাকায় চার শতাধিক মানুষের মাঝে মানবতার ইফতার সামগ্রী বিতরণ করবেন বলে জানান চেয়ারম্যান।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রবি সহ অনেকেই।