রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদকঃ
আজ সোমবার (৪ই মে) ধামরাই উপজেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত আরো দুজন ব্যক্তিকে সুস্থতার ছাড়পত্র দেয়া হয়েছে। তারা হলেন ধামরাইয়ের হাজীপুর নিবাসী শামীম ও তার মা।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূর রিফফাত আরা’র নেতৃত্বে স্বাস্থ্যসেবার একটি টিম আজ সকাল ১১টায় হাজীপুরে করোনা আক্রান্ত মা ও ছেলেকে তাদের বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছাসহ সুস্থতার ছাড়পত্র দিয়ে আসেন, সাথে দেয়া হয় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ভিটামিন সি সমৃদ্ধ পুষ্টিকর খাবার।
এসময় তাদের পরবর্তী করণীয় সম্পর্কে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়।
এভাবেই করোনা আক্রান্ত জনগণ সুস্থ হয়ে তাদের পরিবারে ফিরে যাক এটাই আমাদের প্রত্যাশা ও অংগীকার বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূর রিফফাত আরা।