আব্দুল্লা আল মামুন
করোনা ভাইরাসের সংক্রমণের কারনে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশে ও চলছে লকডাউন। করোনার প্রাদুর্ভাব বাড়ার কারনে সাধারণ ছুটির সময় আরো বাড়ানো হয়েছে। মানুষ হয়ে পাড়েছে কর্মহীন। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে নিম্ন আয়ের মানুষেরা। সরকারি বেসরকারি ভাবে সাহায্য করা হচ্ছে বিভিন্ন ভাবে।
এই দিকে মানিকগঞ্জের সিংগাইরে গাজিন্দা স্টুডেন্ট ইয়থ এসোসিয়েশনের উদ্যোগে ৪০ টি খাদ্যহীন পরিবারকে খাদ্য ও ইফতার সামগ্রী উপহার হিসাবে রাতের অন্ধকারে পৌঁছে দিচ্ছে। তাদের সংগঠনের একজন সদস্যে আমিনুর খানের সাথে কথা বললে তিনি জানান প্রতিটি প্যাকেটে যা ছিল
চাল-৫ কেজি
ছোলা-১কেজি
চিনি-১কেজি
তেল-১লিটার
অালু- ১কেজি
পেয়াজ-১কেজি
খেজুর-২৫০গ্রাম