মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ জেলা প্রতিনিধি:
করোনা সংকট মোকাবেলায় আত্রাই উপজেলা প্রশাসনের তদারকিতে টিসিবি পণ্য বিক্রয় করা হচ্ছে। সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজ চত্বরে ট্রাকে করে শারীরিক দুরত্ব বজায় রেখে ৫ লিটার তৈল ১ কেজি ডাল ২ কেজি চিনি ২ কেজি ছোলা ১/২কেজি খেজুর
সাতশত ত্রিশ টাকায় বিক্রয় করা হয়। এতে তদারকি ও দ্রব্য বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. এবাদুর রহমান । শারীরিক দুরত্ব বজায় এবং নিয়ম তান্ত্রিকভাবে পণ্য সামগ্রী কিনতে প্রশাসনকে থানা পুলিশ ও গ্রাম পুলিশ সদস্য সহোযোগিতা করেন।
জানাযায়, সারাদেশে যখন করোনা নিয়ে মানুষ আতংকিত সাধারণ খেটে খাওয়া কৃষকশ্রেণী ও দিনমজুর ভ্যানচালকেরা ঘড়ের বাইরে বের হতে পারছেনা ঠিক সে সময় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্যপণ্য সামগ্রীর দাম বৃদ্ধি করে দেয়। সরকার টিসিবির মাধ্যমে এসব পণ্যসামগ্রী বিক্রয় শুরু করলে বাজার নিয়ন্ত্রণে চলে আসে। রমজান মাসে দ্রব্যমূল্য ঠিক রাখতে এর ধারাবাহিকতা চলমান থাকবে তবে বর্তমানে মানুষের চাহিদা অনেক বেশি বলে জানান ডিলার উদয়।
ক্রেতা জুয়েল রানা জানায়, টিসিবি পণ্য বাজারে আসায় আমরা অল্পদামে এগুলো কিনতে পারছি। বাজারের তুলনায় জিনিসের দাম সহজলভ্য এবং চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় মানুষের ভিড় বেশি। তবে পণ্যগুলোর সরবরাহ বেশিকরা প্রয়োজন বলে জানান তিনি।
জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান মো.এবাদুর রহমান বলেন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত তাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা চেষ্টা করছি বেশি বেশি সরবরাহ করার জন্য। এসময় তিনি ক্রেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা জরুরী প্রয়োজন ছাড়া কেহ বাড়ীর বাহিরে বের হবেন না। বাড়ীতে থেকে নিজেকে এবং দেশকে করোনার হাত থেকে মুক্ত রাখুন। সরকারী নিয়ম কানুন মেনে চলুন মাননীয় প্রধানমন্ত্রীকে সহায়তা করুন।