আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

লালমনিরহাট হাতীবান্ধায় কোরিয়া প্রবাসীর খাদ্যসামগ্রী বিতরণ

 

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

মাতৃভূমির পাশে প্রবাসীরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের জেলার হাতীবান্ধা উপজেলা খাদ্য বিতরন করা হয়েছে।

হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নে করোনার কারেন কর্মহীন ও অসহায় মানুষের মাঝে প্রায় ১০০ দরিদ্র পরিবারে কোরিয়া প্রবাসী এক বাঙ্গালীর আর্থিক সহযোগীতায় ১ মাসের খাদ্য সহায়তা প্রদান করেছে।

আজ (০২ মে) শনিবার সকালে জেলা হাতীবান্ধা উপজেলার নওদাবাস কালীমোহন তফসিলি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে মানুষদের হাতে উক্ত খাদ্যসামগ্রী তুলে দেয় উপজেলা যুব নেটওয়ার্ক এর সদস্যরা।খাদ্য তালিকায় প্রতি প্যাকেটে ছিল ১২ কেজি চাল, মসুর ডাল ১ কেজি, ছোলাবুট ১ কেজি, আটা ৩ কেজি, তেল ১ লিটার ও আলু ৫ কেজি।

বিতরণ কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ সমাজ সেবক মাহমুদুল হাসান সোহাগ, নওদাবাস ইউপি চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া, নওদাবাস কালিমোহন তফসিলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শশাঙ্ক বর্মন,বড়খাতা ইউনিয়ন যুব নেটওয়ার্ক এর সভাপতি ফরহাদ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ