আজ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

সাভারে খাদ্য বিতরণে কেন্দ্রীয় ছাত্রলীগ

 

 

হাসিবুল হাসান ইমু    

করোনা ভাইরাসের থাবায় সারা পৃথিবীর মানুষ হয়েছে গৃহবন্দী। মরনব্যাধী এই ভাইরাসে সারা পৃথিবীর মানুষ আজ কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়েছে। আর তাই এই অসহায় মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

এরই ধারাবাহিতায় প্রতিদিনের মত শুক্রবারেও (১ মে) সাভার ও আশুলিয়ায় কর্মহীন ও অসহায়দের পাশে দাড়িয়েছে ছাত্রলীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সারা বাংলাদেশে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এই ধারাবাহিকতায় সাভার উপজেলা ছাত্রলীগের উদ্যােগে মানবতার সবজি বাজার, মানবতার ইফতারি বাজার দিয়ে পাশে থাকছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক।

তিনি জানান, আজকের খাদ্য তালিকায় রয়েছে চাল,ডাল,তেল,লবন,চিনি, আটা। শুক্রবার সাভার সিটি সেন্টারের সামনে বিকেলে ৮ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে আসেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খাঁন জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

আল নাহিয়ান খাঁন জয় বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ দেশের দুর্যোগে সব সময় কাজ করে আসছেন। যেমন কৃষক এর ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন। তিনি সমাজের বৃত্তবানদের আহবান জানান অসহায় ও দরিদ্রদের পাশে দাড়ানোর জন্য।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ