আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সাপলেজায় এক টাকার দোকান

 

 

পিরোজপুর প্রতিনিধি: মতিউর রহমান:

 

করোনা ভাইরাসের কারণে লক ডাউন পুরো দেশ যার প্রভাবে কাজ কর্মহীন হয়ে পরেছে অনেকে। তাই সাধারণ অসহায় মানুষের জন্য লক ডাউনের শুরু থেকেই কাজ করে আসছে সাভারের সামাজিক সংগঠন ছবিঘর ।

সাভারে এক টাকার দোকানের ন্যায় পাশাপাশি এবার পিরোজপুরের সাপলেজায় শুরু হলো এক টাকার দোকান। ২৫শে এপ্রিল থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। রমজান মাস উপলক্ষে তারা শুরু করেছে ব্যতিক্রমি কার্যক্রম। তারা স্থাপন করেছে “এক টাকার দোকান” নামে একটি দোকান যেখানে যে কেউ এক টাকার বিনিময়ে -ছোলা,মুড়ি,বেসন,ময়দা, চিনি সাবানসহ আরো অনেক পন্য ক্রয় করতে পারবে।

ছবিঘরের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ইমু এর সাথে স্বেচ্ছাসেবক গিয়াস উদ্দিন ও ইমরান হোসেন এর নেতৃত্বে পিরোজপুরের সাপলেজার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের বাড়িতে গিয়ে গিয়ে তাদের এই পন্য দিয়ে আসেন।

হাসিবুল হাসান ইমুর সাথে কথা বলে জানা যায় তার নিজ এলাকায় সাভার এর ন্যায় তাদের এই কার্যক্রম সাপলেজাতেও পুরো রমজান মাস চলমান রাখবেন বলে জানিয়েছেন ।

ছবিঘরেে সভাপতি প্রিন্স ঘোষ বলেন অসহায় মানুষের জন্য তাদের এই ব্যতিক্রমি কার্যক্রম, তিনি বলেন এক টাকা নেওয়ার কারণ হিসেবে সাধারণ মানুষ যাতে মনে না করে এটা তাদের ত্রান বা দান করা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ