আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৩ ইং

সাভারে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এব্যাপারে মামলা দায়ের করে আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক নুরুল হক। এর আগে রোববার (২২ ডিসেম্বর) গভীর রাতে সাভারের রেডিওকলোনির বৌবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আনোয়ার, মিলন, সেলিম ও রাসেল। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রেডিওকলোনির বৌবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে ওই চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দেহ তল্লাশি করে আনোয়ারের কাছ থেকে ১৪০ পিস, মিলনের কাছ থেকে ১৫০ পিস, সেলিমের কাছ থেকে ৬০ পিস ও রাসেলের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক নুরুল হক জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা (মামলা নং ৪৫) দায়ের করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। যেই মাদক ব্যবসা করুক তাকে আইনের আওতায় আনা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ