আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

পেকুয়ায় সহকর্মীদের ভালবাসায় সিক্ত হয়ে অবসরে গেলেন ৮ গ্রাম পুলিশ

দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় বিভিন্ন ইউনিয়নে দীর্ঘকাল গ্রাম পুলিশের কর্মময় জীবন কাটিয়ে সহকর্মীদের ভালবাসা নিয়ে অবসরে গেলেন ৮ গ্রাম পুলিশ।

৮ গ্রাম পুলিশ সদস্যদের বিদায় জানাতে গ্রাম পুলিশ বাহিনী কল্যাণ ফান্ড সমিতি পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কল্যাণ ফান্ড সমিতি পেকুয়া শাখার সভাপতি মোঃ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় এ সংবর্ধনা সভা অনুষ্টিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গ্রাম পুলিশ বাহিনী কল্যাণ ফান্ড সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ হক,চকরিয়া উপজেলা গ্রাম পুলিশ বাহিনী কল্যাণ ফান্ড সমিতির সভাপতি
মোহাম্মদ হেলাল উদ্দিন।

দীর্ঘদিন যারা গ্রামের মানুষের সেবা দিয়ে অবসরে যাওয়ার কালে সহকর্মীদের দেয়া বিদায় সংবর্ধনার মাধ্যমে বিদায় দিতে গিয়ে অশ্রুজল যেন বাধা মানেনি,বক্তব্য দিতে গিয়ে কান্নায় কথা বলতে পারছিলনা বিদায়ী গ্রাম পুলিশ ছৈয়দ আহমদ এমন দৃশ্য দেখে অতিথির আসনে বসা উপজেলা নির্বাহী অফিসারও আবেগ আপ্লাতো হয়ে পড়ে। কান্না জড়িত কন্ঠে বলেন,যখন চকরিয়া উপজেলার আওতাধীন পেকুয়ার অঞ্চলে ৬ শত টাকা বেতনে চাকুরী করে আজ আমরা অবসরে যাচ্ছি, বেতন নয় দায়িত্বকে বেশী গুরুত্বপূর্ণ মনে করেছি।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন,আজ যারা অবসরে যাচ্ছেন তাঁরাদের উপর দায়িত্ব ছিল বড়, সমাজের সব মানুষের কাছে সরকারের সব তথ্য একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌছি সম্ভব না-হলেও গ্রাম পুলিশের মাধ্যমে তা বাস্তবায়ন হয় সেক্ষেত্রে গ্রাম পুলিশের বিরাট অবদান রয়েছে,তৃণমূল মুলে কাজ করা এসব মানুষের প্রতি আমরা কৃতজ্ঞত।

এতদিন গ্রামের মানুষের সেবা দিয়ে চাকুরী জীবনের ইতি টেনে অবসরে যাওয়া গ্রাম পুলিশ সদস্যরা হলেন, বারবাকিয়ার ৩ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ দফাদার মংকিয় মং, ৫ নং ওয়ার্ডের ছৈয়দ আহমদ, টইটংয়ের ২ নং ওয়ার্ডের দফাদার নুরুচ্ছফা,রাজাখালীর দফাদার ফরিদ আহমদ ও আবদুল মালেক,পেকুয়া সদরের ৩ নং ওয়ার্ডের শামশুল আলম, মগনামা ইউনিয়নের আবুল শামা ও শীলখালীর গ্রাম পুলিশ আবদুল মালেক।

এসময় তাদের হাতে গ্রাম পুলিশ বাহিনী কল্যাণ ফান্ড সমিতি হতে এককাকীন অনুদান হিসেবে ১৬ হাজার ৮৮ নগদ টাকা ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ