আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

করোনা প্রতিরোধে ধামরাই উপজেলা ছাত্রলীগের মেডিকেল টিমের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

 

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:

নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বজুড়ে মহামারী রুপ নিয়েছে । এপর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ত্রিশ লক্ষাধিক লোক, প্রাণহানি ঘটেছে দুই লক্ষ ত্রিশ হাজার লোক প্রায়।
বাংলাদেশে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে
আক্রান্ত হয়েছে সাত হাজার ছয়শত সাতষট্রি লোক, প্রাণহানি ঘটেছে ১৬৮ জন।
করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য সরকারি ভাবে নানামুখি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন চিকিৎসা সেবা প্রদান করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের মেডিকেল টিম এর সদস্যদের মানবাধিকার সংস্থা “এভার লাষ্টিং” করোনা মোকাবেলায় প্রাথমিক ভাবে করণীয় এবং প্রাইমারি চিকিৎসা পদ্ধতি ও কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায় তাহা হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছে।
উল্লেখ্য গত ২৫শে এপ্রিল২০২০খ্রীঃ ধামরাই উপজেলা ছাত্রলীগের স্বেচ্ছাসেবী মেডিকেল টিম গঠন করা হয়েছিল।
বৃহস্পতিবার (৩০শে এপ্রিল) ধামরাইয়ে দিনব্যাপী এ’প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ’প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার ১৬টি ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিল বলে জানা যায়।
এ”বিষয়েে ধামরাই উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক রবিউল আওয়াল রুবেল বলেন- সময়ের সাহসী সন্তানেরাই ছাত্রলীগ করে। ছাত্রলীগের একজন কর্মী হিসেবে নিজেকে ভাগ্যবান ও গর্বিত মনে করি। দেশের যে কোন ক্রান্তিকালে বাংলাদেশ ছাত্রলীগ পাশে ছিল, পাশে আছে আগামীতেও পাশে থাকবে। করোনা কোভিড-১৯ মোকাবেলায় আমাদের এ’প্রশিক্ষণ কর্মসূচি- থেকে আমাদের ছাত্রলীগের নেতা-কর্মীরা হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে মানুষের সেবা প্রদান করতে পারবে। তাতে জনগন উপকৃত হবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ