আজ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ ইং

কাজ চলমান রাখতে আ’লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে- প্রতিমন্ত্রী জাহিদ

মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদী ভাঙনের কাজগুলো আওয়ামী লীগের জন্য নয়, এগুলো সাধারণ মানুষ উপভোগ করবে। তারা নিশ্চিন্ত ও নিরাপদ থাকবে।’

যদি কাজ চলমান রাখতে চান, নতুন প্রকল্প চান, তাহলে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। দেশবাসী যদি বাঁচতে চায়, তাহলে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। প্রকল্প বাস্তবায়ন করতে হলে এই সরকারকে ক্ষমতায় আনতে হবে।’

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে ভোলার তজুমদ্দিন ও লালমোহন উপজেলায় উপকূলীয় বাঁধ পুনর্বাসন নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও তীর সংরক্ষণ (১ম পর্যায়) শীর্ষক প্রকল্প এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নদী ভাঙন প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

প্রধান প্রকৌশলী দক্ষিণাঞ্চাল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মজিবুর রহমান’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) পানি সম্পদ মন্ত্রণালয় নূরুল আলম, জেলা প্রশাসক তৌফিক -ই- লাহী চৌধুরী, পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএমসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ