আজ ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৪ ইং

মানবতার ফেরিওয়ালা ফখরুল আলম সমর

 

হাসিবুল হাসান ইমু

 

মানবতার ফেরিওয়ালা সাভার থানার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর। তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর ৬নং ওয়ার্ডের আব্দুল হালিম সরকারের কৃষি জমির ধান কেটে ঘরে তুলে দেওয়ার ব্যবস্থা করেন বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত।

তিনি তার ইউনিয়নের সকল অসহায় পরিবারদের পাশে এসেছেন। তিনি খাবার দিয়ে পাশে থেকেছেন। তেতুলঝোড়া ইউনিয়ন বিভিন্ন এলাকার বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে জানা যায়। তিনি এভাবে কাজ করলে ইউনিয়নের কোনো ঘরে বসে থাকা অসহায় পরিবার না খেয়ে থাকবেন না।

করোনা ভাইরাসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মশার উপদ্রব। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীকে সবদিক থেকে সুরক্ষিত রাখার প্রচেষ্টায় ইউনিয়নের সব এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধের পাশাপাশি মশক নিধন কার্যক্রম পরিচালিত করছেন তিনি।

তার মহতী উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্যাপক প্রশংসার পঞ্চমুখ হিসেবে জনমনে জায়গা করে নিয়েছে জনাব ফখরুল আলম সমর। ফখরুল আলম সমর আরও বলেন যারা ধান কাটতে ধান কাটার শ্রমিক যদি না পাচ্ছে তারা তাকে জানালে তিনি এবং তার স্বেচ্ছাসেবক দল ধান কেটে ঘরে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ