আব্দুল্লা আল মামুন
করোনার সংক্রমণ বাড়তে থাকায় নমুনা পরিক্ষার সংখ্যা বাড়ানোর জন্য দেশের মোট চারটি বেসরকারি হাসপাতালকে করোনার নমুনা পরিক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
যে যে বেসরকারি হাসপাতালে করবে নমুনা পরিক্ষা ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপেলো ), ইউনাইটেড হাসপাতাল।
শুধু ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিজের রোগী ও বাহিরের রোগীর নমুনা পরিক্ষা করতে পারবে।বাকি ৩টি হাসপাতাল শুধু নিজেদের ভর্তি রোগীর করোনা আছে কিনা সেজন্য নমুনা পরিক্ষা করতে পারবে।
ফলোয়াপে সমস্যা হতে পারে বলে বাকি ৩টি হাসপাতালকে বাহিরের রোগীদের নমুনা পরিক্ষা করার অনুমতি দেওয়া হয়নি বলে ব্রিফিংয়ে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. নাসিমা সুলতানা