আতিকুল ইসলাম নয়ন কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের কারণে বিপাকে পড়া সাধারণ মানুষের জন্য সুলভমুল্যে টিসিবি’র তেল, ডাল ও চিনি বিক্র কার্যক্রম শুরু করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় তুষভান্ডার হাইস্কুল মাঠে, টিসিবির ডিলার মেসার্স আল-আমিন ষ্টোর ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।
কালীগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান জানান, সাধারন মানুষ যেন সুলভ মুল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারেন সেলক্ষ্যে কালীগঞ্জে ডিলারের মাধ্যমে টিসিবির তেল, ডাল ও চিনি বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। এখানে প্রতিলিটার সয়াবিন তেল ৮০ টাকা, চিনি ৫০ টাকা, ডাল ৫০ টাকা,খেজুর ১২০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। টিসিবির এসব পন্য যেন সাধারন মানুষের মাঝেই বিক্রি করা হয় যেন কালোবাজারী না হয় সে বিষয়ে ডিলারদের সতর্ক করে দেন তিনি।