আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৩ ইং

আশুলিয়ায় অগ্নিকান্ডে ১২ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি দোকান পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) গভীর রাতে আশুলিয়া বাজার এলাকার জং মার্কেট নামের একটি টিনশেড মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, গভীর রাতে আশুলিয়ার ওই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ টি দোকানঘর পুড়ে ছাই হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জুনিয়র স্টেশন অফিসার অহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ