খাদিমুল(আদিতমারী-লালমনিরহাট)
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাধীন পলাশী ও ভাদাই ইউনিয়ন মধ্যস্থ
একটি সরকারি ক্যানেল দখল করে কতিপয় অসাদু ব্যক্তিদের স্বার্থসিদ্ধি করার অভিযোগ উঠেছে।
চলতি মৌসুমে দফায় দফায় বিরামহীন বৃস্টির কারনে কিছু কিছু স্থানে জলাবদ্ধতায় ধান ক্ষেত।
স্থানীয় সুত্রে জানা যায় পলাশী ইউনিয়নের বুনচৌকী এলাকা হতে ভাদাই ইউনিয়নের বিন্নাগারি এলাকা পর্যন্ত মোট তিন কিলোমিটার একটি সরকারি ক্যানেল রয়েছে। তবে পলাশী ও ভাদাই ইউনিয়নের এই ক্যানেলটির পাশাপাশি পাঁচ হেক্টর ধান চাষাবাদ রয়েছে। তুলনামূলক ভাবে নিচু জমি হওয়ায় প্রায় দুই হেক্টর জমির ধান তলিয়ে যায়।
উক্ত ক্যানেলটি পুরোপুরি ভাবে অনেকে দখল করে ধান লাগিয়ে দিব্বি চাষাবাদ করছেন।আবার কেউ কেউ ক্যানেলটিতে ভাগ ভাগ করে বাঁশের বাঁধ দিয়েছেন। এবং মাছ ধরার জন্য মাটির বস্তা দিয়ে বেঁধে রেখেছেন। এতে উজানের পানি ভাটিতে স্রোত যাচ্ছে না।তাই উজানের দুই হেক্টর ধান তলিয়ে যায়।যার ফলে উজানের কৃষক ক্ষুব্ধ হয়ে আদিতমারী উপজেলা ইউ,এন,ও মহোদয়ের নিকট বিষয়টি জানালে দ্রুত ব্যবস্থা নিতে আশ্বাস দেন।
২৭ এপ্রিল সকাল দশটায় পলাশী ইউনিয়ন চেয়ারম্যান সহ পলাশী ইউনিয়নের দ্বায়িত্ব রত তহসিলদার ঘটনা স্থল পরিদর্শন করেন।
পরবর্তীতে ধান তলিয়ে গেছে এমন কয়েকটি কৃষক ক্যানেলটির বেশ কয়েকটি মাটির বাঁধ,বাশের খুটিনাটি, ও কয়েকটি মাটির বস্তা ক্যানেল হতে সরিয়ে দিতে ক্যানেলে নেমে পরে।এতে ক্যানেল দখলদারদের বাঁধার মুখে পরলে আদিতমারী থানার দ্বায়িত্ব রত অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠায়।এতে সামাজিকভাবে কোন সমস্যা হয় নি।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার আগামীর সংবাদকে জানায়, এই ঘটনাটি প্রায় অনেকদিনের, আমরা পদক্ষেপ নিয়েছি যাতে আগামী দিনে এমন জলাবদ্ধতা কেউ করতে না পারে। এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন।