আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

পিরোজপুর জেলা পুলিশের সদস্যদের সুরক্ষা সামগ্রী বিতরন

 

মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি:

কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও আপদকালীন জনসেবা নিশ্চিতকল্পে আজ পিরোজপুর জেলা পুলিশের সব সদস্যের জন্য জরুরী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়।জেলা পুলিশ লাইনে জেলা পুলিশের সকল ইউনিট (থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি, ক্যাম্প, পুলিশ লাইন্স, ট্রাফিক বিভাগ,ডিবি, ডিএসবি,ও কোর্ট) ইনচার্জদের হাতে সকল অফিসার ও ফোর্সের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ঔষধ তুলে দেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।এ আয়োজনে পিপিই ৪২১টি, মাস্ক ৪৮০৮টি, হ্যান্ড স্যানিটাইজার (১০০এম এল- ১২০২ বোতল), হ্যান্ড গ্লাভস ২৬৪০ জোড়া, প্রটেক্টিভ শীল্ড-২০টি, প্রটেকটিভ গ্লাস ৬০টি, ক্লোটেক ৩৬ লিটারসহ বিভিন্ন প্রকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং সকল পুলিশ সদস‍্যদের জন‍্য জনপ্রতি রোগ প্রতিরোধক ৩০টি জিংক (পেপ-২০) ট্যাবলেট ও ভিটামিন সি সমৃদ্ধ সিভিট ১০টি করে ট্যাবলেট প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় এ সময় পুলিশের সকল সদস্যকে স্বাস্থ্যবিধি মেন দেশের এই ক্রান্তিলগ্নে অর্পিত পেশাগত দায়িত্ব সাহসিকতার সাথে পালনের আহবান জানান। তিনি সরকার ও মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক ঘোষিত সকল সহযোগিতার আশ্বাস দেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ