হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি:
সরাইলের পানিশ্বর করোনায় কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ছাত্রলীগ নেতা মোশারফ আহমেদ সৌরভ। তিনি উপজেলার পানিশ্বর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও একই ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামের বাসিন্দা।
আজ ২৮ এপ্রিল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া ৩১২ নারী সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম( শিউলি আজাদ) র নির্দেশনায় ৭৫ জন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এই ছাত্রলীগ নেতা। করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন ছাত্রলীগ নেতা সৌরভ নিজেই।
এদিকে এই ছাত্রলীগ নেতার ত্রাণ পেয়ে লকডাউনে থাকা দুস্থরা খুশি হয়েছেন। তারা এই ছাত্রলীগ নেতার জন্য প্রাণ ভরে দোয়া করেন।
ত্রাণ বিতরণ কারী ছাত্রলীগ নেতা মোশাররফ আহমেদ সৌরভ বলেন, মানুষ মানুষের জন্য। মানুষের দুঃসময়ে অপর মানুষ এগিয়ে আসবে এটাই নিয়ম। আমি আমার দায়িত্ববোধ থেকে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছি। তাছাড়া আমার নেতা ব্রাহ্মণবাড়িয়া ৩১২ নারী সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম( শিউলি আজাদ) র নির্দেশনায় এই বিপদে ক্ষতিগস্ত মানুষদের পাশে দাড়িয়েছি।