আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

বৃষ্টিকে উপেক্ষা করে ধামরাই উপজেলার চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনের ত্রাণ বিতরণ অব্যাহত

 

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক

নোভেন করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব এর কারণে বিশ্বজুড়ে মহামারী রুপ নিয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে সারাবিশ্বে ত্রিশ লক্ষাধিক লোক। প্রাণহানি ঘটেছে দুই লক্ষাধিক লোকের। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ছয় হাজার লোক, প্রাণহানি ঘটেছে একশত পঞ্চান্ন জন লোকের।
করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশ অনুযায়ী অঘোষিত লকডাউন চলছে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ঘরে থাকার কারণে কর্মহীন ঘরবন্দী অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সংকট দেখা যাওয়ার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে ধামরাই উপজেলার ধানতারা বাজার,কুশুরা,কালামপুর ও আইনগন এর সাধারণ মানুষ এবং উলামায়ে কেরামের কিছু সদস্যদের মাঝে প্রচুর বৃষ্টিকেও হার মানিয়ে ত্রাণ-সামগ্রী বিতরণ করলেন ধামরাই উপজেলার চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মোহাদ্দেছ হোসেন। মঙ্গলবার (২৮ এপ্রিল)
ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন বলেন আপনারা কেউ খাবারের জন্য চিন্তা করবেন না। মানণীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন আপনাদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। আপনারা স্বাস্থ্য বিধি মেনে নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়ার অভ্যাস গড়ে তুলুন, নিজ নিজ বাড়িতে অবস্হান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি নিরন্তর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ