পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
করোনাভাইরাসের প্রকোপে উদ্বিগ্ন গোটা বিশ্বের মানুষ।সময়ের সঙ্গে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে।বাংলাদেশেও করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে।তাই বেড়ে চলেছে মৃত্যু সংখ্যা।
করোনাভাইরাস পরিস্থিতিতে (২৮ এপ্রিল) মঙ্গলবার লালমনিরহাটের জেলার পাটগ্রাম উপজেলার ত্রান বিতরণ হয়েছে। উপজেলার বুড়িমারী স্থলবন্দরের ১৫০০ লেবার শ্রমিকের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম ও উপজেলায় কৃষি বিভাগের উদ্যোগে কৃষি যন্ত্রপাতি হিসেবে কম্বাইন হারভেস্টার বিতরণ উদ্বোধন করেন লালমনিরহাট-১(হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা,জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি।
সরকারি নির্ধারিত ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করেন তিনি।এছাড়াও তিনি প্রতিদিন হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার করোনার কারনে কর্মহীন হওয়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন।উদ্বেধন কালে জনসাধারণকে সরকারি নিয়ম মেনে চলার পরামর্শ দেন তিনি।