আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

প্রথম আলোর সাংবাদিকের মুক্তির দাবিতে আশুলিয়ায় মানববন্ধন

সাভার প্রতিনিধি :

ঢাকার সাভারে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সংবাদকর্মীরা।

বুধবার (২৯ মার্চ) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেয় সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার মোজাফ্ফর হোসাইন জয়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংবাদকর্মীরা।

এসময় সাংবাদিকরা বলেন, রাতের আধারে পরিবার ও সহকর্মীদের না জানিয়ে একজন সংবাদকর্মীকে আটক করা নিন্দনীয় ও দুঃখজনক।

মাঠ পর্যায়ের সংবাদকর্মীরা চরম অসহায়ত্ব নিয়ে সংবাদ সংগ্রহ করে থাকেন। এক্ষেত্রে কোন ভুল হলে প্রেস কাউন্সিল কিংবা সংশ্লিষ্টদের মাধ্যমে যথাযোগ্য নিয়ম মেনে ব্যবস্থা নেয়া উচিত। তাই অবিলম্বে সাংবাদিক শামসের নিঃশর্ত মুক্তি দাবি করছি আমরা।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে একটি সংবাদ প্রকাশের জেরে আজ বুধবার ভোরে সিআইডি পরিচয়ে আশুলিয়ার আমবাগানের ভাড়া বাসা থেকে ওই সাংবাদিককে তুলে নেয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গ্রেপ্তাররর বিষয়টি নিশ্চিত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ