আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পুষ্টি সপ্তাহ উপলক্ষে করোনা আক্রান্ত পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে (২৩ – ২৯ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) সকালে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ ২৩ হতে ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ নূর রিফফাত আরা, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বলেন, যেহেতু পুষ্টি সপ্তাহ চলছে, সেই সুবাদে স্বাস্থ্য সেবা বিভাগের জন স্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের সৌজন্যে আমরা করোনায় আক্রান্ত পরিবারকে পুষ্টি সমৃদ্ধ খাদ্যসামগ্রী বিতরণ করতে পেরেছি। আমি সকলকে বলবো পুষ্টিকর খাবার খেতে, কারণ পুষ্টিকর খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

তিনি আরো বলেন, সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে না বের হয়।ঘরে থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন , অপরকে নিরাপদ রাখুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ