রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:
মরনব্যাধী নোভেন করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে মহামারী রুপ নিয়েছে। এপর্যন্ত সারাবিশ্বে ত্রিশ লক্ষাধিক লোক করোনা কোভিড-১৯ ভাইরাসেে আক্রান্ত হয়েছে প্রাণহানি ঘটেছে দুই লাখ সাত হাজার মানুষের। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ছয় হাজার লোকের, প্রাণহাণি ঘটেছে ১৫২ জন লোকের।
বাংলাদেশে অঘোষিত লকডাউন চলছে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকার কারণে কর্মহীন ঘরবন্দী অসহায় পরিবারের মাঝে খাদ্য সংকট দেখা যাওয়ায় সরকারি খাদ্য সহায়তা অব্যাহত চলছে। পাশাপাশি বিভিন্ন সংগঠন খাদ্য সহযোগিতা করে যাচ্ছে।
ঢাকার ধামরাই উপজেলার ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গ্রামে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঢাকা জেলা কমিটির উদ্যোগে করোনা প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন ঘরবন্দী অসহায় হতদরিদ্র দুই শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে সোমবার ও মঙ্গলবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা হিন্দু মহাজোটের সভাপতি এ্যাডভোকেট উজ্জ্বল কু্মার মন্ডল, সাধারণ সম্পাদক গোপাল পাল