আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

হারাটিতে যুবলীগ নেতার নিজস্ব উদ্যোগে ২৭০ পরিবারকে ত্রান বিতরন



 

মজিদুল হক লালমনিরহাট(সদর)

নভেল করোনাভাইরাসের প্রকোপে সারা বাংলাদেশে উদ্বেগ অার উৎকণ্ঠা বেড়েই চলছে। প্রতিনিয়ত বাড়ছে অাক্রান্ত এবং মৃতের সংখ্যা। সরকারিভাবে বিধিনিষেধ থাকায় মানুষের জনজীবন চরমভাবে বিপর্যস্ত। লালমনিরহাটেও এর ব্যতিক্রম নয়, বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। এরই মধ্যে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের খেটে খাওয়া মানুষদের মাঝে সহায়তার হাত বাড়িয়েছেন হারাটি ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি অালাউদ্দিন সরকার। তিনি তার নিজস্ব তহবিল থেকে রমজানের অাগে থেকে শুরু করে এখন পর্যন্ত ত্রান বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছেন। জানা যায়, তিনি পহেলা রমজান থেকে ২৭০ পরিবারকে ত্রান দিয়েছেন।
এবিষয়ে এক অালাপচারিতায় অালাউদ্দিন সরকার বলেন, করোনাভাইরাসের করাল থাবা থেকে রক্ষা পেতে বাংলাদেশ সরকার যে বিধিনিষেধ অারোপ করেছে সেটা অবশ্যই প্রশংসনীয়। কিন্ত যারা প্রতিনিয়ত কাজ করে জীবনযাপন করে তাদের এসময়টি অত্যন্ত কষ্টদায়ক। অামি এরকম পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি এবং সমাজের বিত্তবানরা যদি এরকম সময় এগিয়ে অাসে তাহলে অবশ্যই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। তিনি অারো জানান, এরকম সংকট যতদিন চলতে থাকবে অামি অামার সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ । এবং হারাটির সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি ও দোয়া কামনা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ