হাসিবুল হাসান ইমু
সাভার উপজেলা ছাত্রলীগের উদ্যােগে গতকাল বিকেলে সাভার থানা রোডে মানবতার ইফতারি বাজারে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ডাকসুর জিএস গোলাম রাব্বানী ও সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ডাকসুর জিএস গোলাম রাব্বানী এর সাথে কথা বলে জানা যায় বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে তিনি গত এক মাস নিজ উদ্যোগে বিভিন্ন পেশার মানুষকে সাহায্য করেছেন। গত ২৬ এপ্রিল সাভারে বিভিন্ন স্থানে ধান কেটে কৃষকের পাশে দাড়িয়েছেন। তিনি প্রান্তিক কৃষকদের কাছে গিয়ে বিভিন্ন রকমের সবজি ক্রয় করছেন। যেমন : শশা,ঢেঁড়স, ঝালি কুমরা,পটল । তিনি এগুলো পরবর্তীতে অসহায় মানুষদের মাঝে বিতরণ করবেন।এতে করে গরীব কৃষক ও যাদের মাঝে বিতরণ করবেন তারা উভয়ই উপকৃত হবেন। এভাবে কৃষকদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়াতে সকলকে আহবান জানিয়েছে তিনি।