আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৩ ইং

আজ ২৮ এপ্রিল শেখ মুজিবের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৬৭তম জন্মদিন

 

মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি:

আজ ২৮ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৬৭তম জন্মবার্ষিকী।

১৯৫৪ সালের এদিনে তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শেখ জামাল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ম্যাট্রিক ও ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। শেখ জামাল গিটার শেখার জন্য একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন এবং একজন ভাল ক্রিকেটারও ছিলেন।

মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গৃহবন্দী হন তিনি। কিন্তু পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশন প্রাপ্ত অফিসার পদে নিয়োগ পান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তার হাতে সপরিবারে নিহত হন শেখ জামাল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ